কয়েক দিন আগে শোনা গিয়েছিল যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা গুরুতর। এবার তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াসহ কোনো দেশই তার মৃত্যু কিংবা তার শারীরিক অবস্থা কেমন সেই বিষয়ে কিছু জানায়নি। এরই মধ্যে চিকিত্সকদের একটি বিশেষজ্ঞ দল উত্তর কোরিয়ায় পাঠিয়েছে চীন।
সোশ্যাল মিডিয়ায় ৩৬ বছর বয়সী কিম জং উনের মৃতদেহের ছবি পোস্ট করে বলা হচ্ছে, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তবে এটা পুরোটাই রটনা বলে মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। দক্ষিণ কোরিয়া ভিত্তিক ডেইলি এনকে সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, ১২ এপ্রিল হৃদযন্¿ে অপারেশনের পর কিম জং উনের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তবে কিছু মিডিয়ায় তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানানো হয়।
যদিও চীন এবং দক্ষিণ কোরিয়ার সূত্রগুলো বলছে, এসব রিপোর্টের কোনো ভিত্তি নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গত বৃহস্পতিবার বলেন, তিনি মনে করেন না যে উত্তর কোরিয়ার নেতা গুরুতর অসুস্থ। তবে তিনি কী মাধ্যমে এই তথ্য জেনেছেন তা বলেননি। শুক্রবার দক্ষিণ কোরিয়ার একটি সূত্র গোয়েন্দাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, কিম জং উনের শারীরিক অবস্থা ভাল। শিগগিরই তিনি প্রকাশ্যে আসবেন।
কলকাতার আনন্দবাজার পত্রিকা জানায়, হংকংয়ের একটি টিভি চ্যানেলে উত্তর কোরিয়ার শাসকের মৃত্যুর খবর সম্প্রচারিত হয়েছে বলে জানা গেছে। কিমের মৃতদেহের ছবি বলে একটি পোস্টও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। কিন্তু সেটি আদতে তার বাবা কিম জং ইলের শেষযাত্রার ছবি বলে জানা গেছে। তবে কিম জংয়ের মৃত্যুর খবর নিয়ে ব্যাপক কৌতূহল দেখা গেছে নেটিজেনদের মধ্যে।
Leave a Reply