প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত
বলিউডের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা অনেক আগেই কুড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। শুধু অভিনেত্রী বা প্রযোজক হিসেবেই নয়, সামাজিক কর্মকাণ্ড দিয়েও আলোচনায় এসেছেন তিনি। তিন ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডরও। তবে ব্যক্তিগত জীবনে এখনো অনেক অপূর্ণ তার। রয়েছে অনেক অবশিষ্ট কাজ। তবে সে সব নিয়ে তিনি চিন্তিত নন। অতীতের বোঝা বয়ে নিয়ে যেতে পছন্দ করেন না প্রিয়াঙ্কা। আত্মজীবনী প্রকাশের আগে তার কিছু টুকরো মুহূর্ত ধীরে ধীরে খোলসা করছেন অভিনেত্রী, কখনও সোশ্যাল মিডিয়ায়, কখনও সাক্ষাত্কারে।
এবার তিনি লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। বইয়ের নাম ‘আনফিনিশিড’। নিজের জীবনের শেষ না হওয়া কাজগুলো নিয়ে তিনি লিখেছেন এই বইটি। প্রিয়ঙ্কার বলেন, ‘আমি সামনে তাকাতে পছন্দ করি। এগিয়ে যাওয়ার সময়ে আমি ফেলে আসা সময়ের কথা ভাবতে পছন্দ করি না। আর এই বিষয়টাকে আমি সদর্থক ভাবেই দেখি।’
তিনি আরো বলেন, ‘হয়তো আমার মতো ‘স্মল টাউন গার্ল’-এর পক্ষে একটু বেশিই বড় স্বপ্ন দেখতাম ছোটবেলায়। আমি দেখতে চাই, আমার বইটা পড়ে কতজন আমার জার্নির সঙ্গে রিলেট করতে পারেন। এখনও অনেকটাই পথ চলা বাকি। কিছু ‘আনফিনিশড’ কাজ শেষ করতে হবে।’
Leave a Reply