জনপ্রিয় সঙ্গীতশিল্পী এ্যান্ড্রু কিশোর প্রায় ৫ মাস ধরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। এখনো চিকিৎসা চলছে তার। জানা যায়, দীর্ঘ চিকিৎসার পর এখন অনেকটাই ভালো আছেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, মার্চ মাসেই দেশে ফিরতে পারেন তিনি। জানা গেছে, ১৮ তারিখ তার প্রধান চিকিৎসক তাঁর সার্বিক শারিরীক পরিস্থিতি পরীক্ষা করবেন। চিকিৎসকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তার দেশে ফেরা। তবে এ মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরবেন, এটা অনেকটাই নিশ্চিত। ইতোমধ্যে তার ক্যামো থেরাপি শেষ হয়েছে। তাকে সবসময়ই চিকিৎসার মধ্যে থাকতে হবে। দেশে ফেরার পর চেকআপের জন্য তিন-চার মাস পর তাকে আবার সিঙ্গাপুর যেতে হবে।
Leave a Reply