এখন শুধু চীনই নয়, করোনা ভাইরাসের আতঙ্ক ধীরে ধীরে গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই এ রোগে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা সাড়ে তিন শ’ ছাড়িয়েছে। এই রোগের কোনো প্রতিষেধক নেই। তাতেই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। উহান তো বটেই, পুরো চীনেই ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এর মধ্যেই খানিকটা সুখবর দিলেন থাইল্যান্ডের একদল চিকিৎসক। তাদের দাবি, করোনা ভাইরাসের প্রতিষেধক তারা পেয়ে গেছেন।
একজন চীনা মহিলা সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার চিকিৎসায় ব্যাংককের ওই চিকিৎসকের দল ফ্লু এবং এইচআইভি’র অ্যান্টি ভাইরালসের ‘ককটেল’ তৈরি করে চিকিৎসা করেছিলেন। তাতে ৭১ বছরের ওই রোগী ৪৮ ঘণ্টার মধ্যেই নাকি দ্রুত সেরে উঠেছেন। এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন থাইল্যান্ডের চিকিৎসক ক্রিংস্যাক আট্টিপর্নওয়ানিচ।
ব্যাংককের রাজাভিথি হাসপাতালের ফুসফুস বিশেষজ্ঞ ডাক্তার জানান, এই ওষুধের প্রয়োগে রোগ সম্পূর্ণ সেরে যাচ্ছে, এমন নয়। তবে দ্রুত রোগীদের শারীরিক অবস্থার উন্নতি ঘটছে। আর এটাকে যথেষ্ট বড় সাফল্য হিসেবে দেখছেন তারা।
এদিকে করোনায় চীনে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, রোববার নতুন করে আরো ৫৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৬২ জন। এছাড়া আক্রান্তের সংখ্যাও বেড়েছে প্রায় তিন হাজার।
এদিকে চীনের পাশাপাশি অন্য দেশেও করোনা ভাইরাসে মৃত্যুর খবর পাওয়া গেছে। ফিলিপিন্সে মৃত্যু হয়েছে ৪৪ বছর বয়সের এক ব্যক্তির। সম্প্রতি তিনি উহান থেকে দেশে ফিরেছিলেন বলে জানা গেছে। স্পেন, ব্রিটেন-সহ বিশ্বের প্রায় ২০টি দেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।
Leave a Reply