গ্রেফতারকৃত ফারুক হোসেন
গাজীপুরে বাসের মধ্যে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ওই বাসের চালককে গ্রেফতার করেছে। সোমবার আদালত গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে দিয়েছেন।
গ্রেফতারকৃতের নাম ফারুক হোসেন (৩০)। তিনি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার হযরত নগর গ্রামের আবুল হাসেমের ছেলে ও স্থানীয় একটি কারখানার শ্রমিকবাহী বাসের চালক।
শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, শ্রীপুরের এক পোশাক কারখানার শ্রমিক সোহেল রানার সাথে তিন মাস আগে ভিকটিমের (২২) বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে নিয়ে সোহেল গাজীপুরে শ্রীপুরের চন্নাপাড়া এলাকার ভাড়া থাকতেন। পারিবারিক বিষয়াদি নিয়ে শনিবার সন্ধ্যায় সোহেলের সাথে তার স্ত্রীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ সোহেল তার স্ত্রীকে বাবার বাড়ি পাঠানোর জন্য রাতে শ্রমিকবাহী একটি বাসে তুলে দেন। পথে বাসের চালক ফারুক শ্রমিকদের বিভিন্ন স্থানে নামিয়ে একমাত্র আরোহী ভিকটিমকে বাবার বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে বাসটি নিয়ে কাওরাইদ এলাকায় নিয়ে যান। সেখানে দরজা বন্ধ করে চালক বাসের ভেতর ওই গৃহবধূকে ধর্ষণ করেন। ধর্ষণের শিকার ওই নারীর চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় পরদিন থানায় মামলা দায়ের করা হলে পুলিশ বাসচালক ফারুককে গ্রেফতার করে ও বাসটি জব্দ করে।
সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের বিচারক গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: ইকবাল হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ঘটনায় জড়িত হেলপার কাসেম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
Leave a Reply