তাজমহল বা লাল কেল্লা না থাকলে বিশ্বকে শুধু গরু আর গোবর দেখাত ভারত। এমন মন্তব্য করেছে ভারতীয় এক বালক।
বিহারে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার অনুষ্ঠানের মঞ্চ থেকে এই বাচ্চা ছেলেটিকে আজাদি স্লোগান তুলতে দেখা গিয়েছে। সেখানে কানাইয়া কুমার উপস্থিত ছিলেন বলেই জানা গেছে।
৬৮ সেকেন্ডের হাই-ভোলটেজ সেই বক্তব্যে মোদী শাসিত সরকারকে প্রশ্ন করেছেন, “তাজমহল বা রেড ফোর্ট না থাকলে গোটা পৃথিবীকে কী গরু আর গোবর দেখাতেন”।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওই বালকের বক্তব্যসহ ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ওই ছেলে আজাদি স্লোগান দিচ্ছে। শুধু তাই নয়, তার নরেন্দ্র মোদিবিরোধী স্লোগানেও মুখরিত হয় মঞ্চ।
পাশাপাশি, ‘নরেন্দ্র মোদী মুর্দাবাদ’ স্লোগানে মুখরিত করেছে অনুষ্ঠানকে এবং কুড়িয়ে নিয়েছে সাধারণ মানুষের ভালবাসা। উপস্থিত মানুষ ভূয়সী প্রশংসা করেছেন ১১ বছরের ওই ছেলেটির এবং তার অকুতভয় সত্ত্বাকে।
সিপিআই পরিচালিত ‘সংবিধান বাঁচাও’ সভাটি হয়েছে বিহারের রাজধানী শহর পাটনায়। সভা শেষে উপস্থিত নেতা কানহাইয়া কুমার ১১ বছরের ছেলেটির সাহসকে কুর্নিশ জানান।
Leave a Reply