পপ তারকা শাকিরা।
‘ওয়াকা ওয়াকা’ গানের মাধ্যমে পুরো বিশ্বকে নাচিয়েছিলেন ৪৩ বছর বয়সী পপ তারকা শাকিরা। কলম্বিয়ান এই শিল্পীর প্রায় ৭ কোটি রেকর্ড বিক্রি হয়েছিল, যা ছিল বিশ্বরেকর্ড। আর গান বিক্রির এই টাকা দিয়ে স্পেনের বার্সেলোনা, যুক্তরাষ্ট্রের মিয়ামি, উরুগুয়ে আর বাহামার নাসাওতে কয়েকটি বাড়ি কিনেছেন এই তারকা।
‘ওয়াকা ওয়াকা’ গানে শাকিরা।
বার্সোলেনায় শাকিরার দুটি বাড়ির একটি ৩ হাজার ৮০০ স্কয়ার মিটারের ওপরে। সেখানে আছে অত্যাধুনিক সরঞ্জামসহ জিম, টেনিস কোর্ট, বিশাল সুইমিংপুল, সিনেমা হল আর একটি কনফারেন্স রুম। ক্যাম্প ন্যু স্টেডিয়ামের পাশে শাকিরার বাড়িটি ১৩ হাজার স্কয়ার মিটার। সেখানে হাঁটার জন্য একটা সবুজ চত্বর রয়েছে। আর বিকেলে আড্ডা ও খাওয়াদাওয়ারও ব্যবস্থা রয়েছে। আছে দুটি সুইমিংপুল ও একটি প্যানারোমিক কিচেন।
শাকিরা।
মিয়ামিতে শাকিরার যে বাড়িটি রয়েছে, তার দাম কম করে হলেও ১৫ কোটি টাকা। এটি অতটা বড় নয়। মাঝেমধ্যেই এখানে বেড়াতে আসেন শাকিরা। সমুদ্রের দিকে মুখ করা এই বাড়ির পাশেই থাকেন জেনিফার লোপেজ, কেভিন ক্লেইন আর ম্যাট ডেমনরা। এক বছরের বেশি সময় ধরে বাড়িটি বিক্রির চেষ্টা করছেন শাকিরা। বাহামার নাসাওয়ে শাকিরার বাড়িটি মূলত একটি দ্বীপ। আর এই বাড়ির দাম প্রায় ৪০০ কোটি টাকা।
পপ তারকা শাকিরা।
এদিকে সবকিছু মিলিয়ে শাকিরার মোট সম্পদের পরিমাণ তিন হাজার কোটি টাকা। নাম লিখিয়েছেন বিশ্বের সেরা ধনী নারীদের তালিকায়। ২০১১ সাল থেকে স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে তাঁর বসবাস। মিলান আর শাশা নামে তাঁদের রয়েছে দুই সন্তান।
Leave a Reply