দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীদের গুলিতে মো. নুরুল হুদা ছুট্টু (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে দক্ষিণ আফ্রিকার পিটুরিয়া শহর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুন ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের বৈঠারপাড় গ্রামের আবুল কালামের ছেলে। নিহতের ফুফাতো ভাই শাহাদাত হোসেন জানান, দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের বৈঠারপাড় গ্রামের দলিল লিখক আবুল কালামের ছেলে নূরুল হুদা ছুট্টু ২০১০ সালের ডিসেম্বর মাসে ভিটে-মাটি বিক্রি করে আফ্রিকায় পাড়ি জমায়। সেখানে প্রথমে অন্যের দোকানে চাকরি করলেও পরে পিটুরিয়া শহর এলাকায় নিজেই ব্যবসা শুরু করেন। শনিবার মধ্যরাতে আফ্রিকার কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তার দোকানে প্রবেশ করে মালামাল লুট করতে থাকে। এতে ছুট্টু তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তার দুই পায়ে গুলি করে মালামাল নিয়ে পালিয়ে যায়। আহতের চিৎকারে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার তার মৃত্যু হয়।
দক্ষিণ আফ্রিকায় থাকা নিহতের বড় ভাই আবদুছ ছাত্তার বিষয়টি ফোনে পরিবারকে জানায়। ছুট্টুর বাবা আবুল কালাম তার ছেলের লাশটি দেশে আনার জন্য দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply