দক্ষিণ কোরিয়ায় ফের ভয়াবহ রূপ নিচ্ছে করোনা ভাইরাস পরিস্থিতি। গত মার্চের পর দেশটিতে সবচেয়ে বড় করোনা ভাইরাস সংক্রমণ ঘটেছে।
শুক্রবার এক দিনে দেশটিতে নতুন শনাক্ত হয়েছে ৩২৪ জন। মার্চের পর দক্ষিণ কোরিয়ায় এক দিনে এটিই সর্বোচ্চ ভাইরাস সংক্রমণ। আক্রান্তদের বেশির ভাগই সংক্রমিত হয়েছে গির্জা থেকে। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় পাঁচ মাস পর সর্বোচ্চসংখ্যক ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছিল।
দৈনিক রেকর্ড রোগী শনাক্ত হওয়ার মধ্যে সারাং জেইল গির্জার জমায়েত থেকে ৩০০রও বেশি মানুষের ভাইরাস শনাক্ত হয়। গির্জা থেকে ছড়িয়ে পড়া এ সংক্রমণই দক্ষিণ কোরিয়ায় প্রায় ছয় মাসের মধ্যে সবচেয়ে বড় ভাইরাস সংক্রমণের ঘটনা। গির্জার যাজক করোনা ভাইরাসের বিধিনিষেধ উপেক্ষা করে রাজধানী সিউলে একটি সমাবেশে অংশ নেওয়ার পর সেখান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ে।
Leave a Reply