কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। কৃষ্ণ চন্দ্র বিশ্বাস (২২) নামে এক পল্লী চিকিৎসক ধর্মীয় পরিচয় গোপন রেখে প্রেমের ফাঁদে তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় জনতা হাতেনাতে তাকে আটক করে পুলিশে দিয়েছে। জানা গেছে, গত সোমবার সকাল ১১টার দিকে উপজেলার দাড়িয়াকান্দি কান্দিগ্রাম বাসস্ট্যান্ডে পুষ্প মেডিকেল হলে এ ঘটনা ঘটে। ওই কলেজছাত্রী পার্শ্ববর্তী নরসিংদী জেলার বেলাব সরকারি হোসেন আলী কলেজের প্রথমবর্ষের ছাত্রী। ধর্ষক পল্লী চিকিৎসক কৃষ্ণ চন্দ্র বিশ্বাস উপজেলার মাইজপাড়া গ্রামের কাঠমিস্ত্রি সুভাস চন্দ্র বিশ্বাসের ছেলে। কলেজছাত্রী জানান, কৃষ্ণ চন্দ্র বিশ্বাসের সঙ্গে প্রায় ১ বছর ২ মাস আগে তার পরিচয় হয়। পরিচয় থেকে এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ওই সময় তিনি জানতেন না প্রেমিক কৃষ্ণ চন্দ্র বিশ্বাস হিন্দু পরিবারের ছেলে। কেননা কৃষ্ণ চন্দ্র বিশ্বাস তথ্য গোপন করে নিজেকে মুসলমানের সন্তান পরিচয় দিয়ে তার নাম বলেছিল তীব্র। সোমবার সকাল ১০টার দিকে কৃষ্ণ চন্দ্র বিশ্বাস তাকে বাড়ি থেকে ফার্মেসিতে ডেকে আনেন। এ সময় দোকানের পেছনে রোগী দেখার বেডে নিয়ে শাটার বন্ধ করে দেন। বিয়ে করার প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। বাজারের লোকজন ঘটনাটি টের পেয়ে মেয়েটিকে উদ্ধার করেন। একইসঙ্গে কৃষ্ণকে পুলিশে দেন। অভিযুক্ত কৃষ্ণ চন্দ্র বিশ্বাস তথ্য গোপন করার কথা স্বীকার করে বলেন, তিনি মুসলিম পরিবারের সন্তান হিসেবে ওই ছাত্রীর কাছে পরিচয় দিয়েছিলেন। কুলিয়ারচর থানার এস আই মো. এমদাদুল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। মঙ্গলবার সকালে জবানবন্দি দেয়া ও ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ পাঠানো হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply