চাঁদপুরে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণীর এক ছাত্রী অন্ত:সত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় জাকির হোসেন বেপারি (২৬) নামের এক লম্পটকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, ভুক্তভোগী উত্তর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। কয়েক বছর আগে তার মা দু’টি সন্তান রেখে বাপের বাড়ি চলে যায়। বাবা নারায়ণগঞ্জে কাঁচামালের ব্যবসা করে। বাড়ি খালি থাকার সুবাদে ধর্ষক জাকির হোসেন বেপারী গভীর রাতে বাড়িতে ঢুকে বেশ কয়েকদিন তাকে ধর্ষণ করে। কিছুদিন পর যখন কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়, বাধ্য হয়ে সে তার পরিবারকে জানায়। এরপর গত বুধবার দুপুরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতলর গাইনি বিভাগে ভর্তি করা হয়।
এর আগে, ঘটনাটি জানাজানি হলে ধর্ষক জাকির হোসেন বেপারী ৪০ হাজার টাকার বিনিময়ে ব্যাপারটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। স্কুল ছাত্রীর বাবা এতে রাজি না হওয়ায় তার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও জানান ভুক্তভোগীর পরিবার।
ধর্ষিতার বাবা জানান, বাড়িতে একা পেয়ে আমার ঘরে ঢুকে জোরপূর্বক সে আমার মেয়েকে ধর্ষণ করেছে। জাকির এবং বাদশা আমাকে মেরে ফেলার ও হুমকি দিয়ে যায় এবং তারা টাকার বিনিময়ে সমঝোতা করতে চায়। কিন্তু আমি এর বিচার চাই।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিম জানান, ইতিমধ্যে আসামিকে আটক করা হয়েছে। ধর্ষণের অভিযোগ পাওয়ার পর তাকে ডাক্তারি চেকআপ এর জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Leave a Reply