চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে দলবেঁধে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকার কাঠিয়ারপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রায় ৬ মাস ধরে গোপনে ধারণ করা ধর্ষণের ভিডিও দেখিয়ে ওই এলাকার এক কিশোরীকে হুমকি দিয়ে বার বার ধর্ষণ করে আসছিল অভিযুক্তরা। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করার ২০ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করে র্যাব-৫।
গ্রেপ্তারের সময় তাদের ব্যবহৃত পেনড্রাইভ ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কাঠিয়ারপাড়ার কামরুল ইসলামের ছেলে নিশান আলী (২২), তরিকুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম জনি (২১), দুরুল ইসলামের ছেলে শামীম রেজা (২২) এবং সেন্টুর ছেলে হিমেল (২৩)।
প্রাথমিক জিঞ্জাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
Leave a Reply