ফেনীর ফুলগাজীতে আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগে শামসুল হক (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার ঝযপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির ফুফু রবিবার ফুলগাজী থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ কুতুব উদ্দিন জানান, অভিযুক্ত শামসুল হক শিশুটির আপন চাচা। শিশুটির মা-বাবা অন্যত্র চলে যাওয়ায় সে চাচার কাছেই থাকত। গত ১২ অক্টোবর সে শিশুটিকে বাসার কাজে লাগিয়ে দেওয়ার জন্য চট্টগ্রাম নিয়ে যায়।
সেখানে রাতে সে ভাতিজিকে ধর্ষণ করে। রবিবার রাতেই শিশুটি ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলার পরেই শামসুল হককে গ্রেফতার করা হয়েছে। আজ আদালতে পাঠানো হবে ও রিমান্ডের আবেদন করা হবে।
Leave a Reply