বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের শক্তিশালী অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপনের গুরুত্বের প্রতি জোর দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকির সঙ্গে বৈঠক করেন তিনি। এতে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্বের সঙ্গে দেখে পাকিস্তান। তিনি যুক্ত করেন, রাজনৈতিক পরামর্শ এবং যৌথ অর্থনৈতিক কমিশন ফোরাম গঠনের মধ্য দিয়ে ইসলামাবাদ ঢাকার সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করতে চেয়েছিল। আলোচনায় দুই দেশের মধ্যেকার সম্পর্ক শক্তিশালী করতে কাজ করে যেতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারকে নির্দেশনা দিয়েছেন আরিফ আলভি। তিনি বলেন, দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থেই ব্যবসা, বাণিজ্য সহযোগিতা ও দুই দেশের জনগণের মধ্যেকার সম্পর্ক বৃদ্ধি করতে হবে।
Leave a Reply