বরিশালে ক্লিনিকের লিফটের নিচে চিকিৎসকের লাশ বরিশালে মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নীচে এক চিকিৎসকের লাশ পাওয়া গেছে। নিহত চিকিৎসকের নাম ডাঃ এম এ আজাদ সজল। তিনি শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান। এ ক্লিনিকে তিনি প্রাইভেট প্রাকটিস করতেন। হাসপাতালের কর্মচারীদের ভাষ্য গতকাল সোমবার সন্ধ্যায় তিনি তার চেম্বারে আসেন। এরপর তাকে আর দেখা যায়নি। আজ সকালে লিফটম্যান লিফট চালু করতে গিয়ে লক্ষ করে লিফটের নিচে কেউ চাপা পড়ে আছে। দ্রুত সবাই এগিয়ে এসে দেখতে পান ডাঃ আজদের লাশ। পুলিশ এসে ঘিরে ফেলে হাসপাতাল। এখনও লাশটি উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশের একটি সুত্র দাবি করেছেন, লিফটের নিচে কেউ চাপা পড়াটা রহস্যজনক। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তে রহস্য বেরিয়ে আসবে। আজাদের মামা মনির জানান, গতকাল রাত থেকেই আজাদ নিখোঁজ ছিলেন। তার ফোনে কল দিলে রিং হচ্ছিল। কিন্তু কেউ রিসিভ না করায় তার স্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন। সে বরিশালে আজাদের মামাকে খোঁজ নেয়ার জন্য বলেন। মামা মনির সকালে এসেই ক্লিনিকে চেম্বার বন্ধ পান। এরই মধ্যে ক্লিনিকের অন্যতম প্রতিষ্ঠাতা ডাঃ জহিরুল হক মানিকও উপস্থিত হন। তারা আসা মাত্র এক আয়া ছুটতে ছটুতে খবর দেন, ডাক্তারের লাশ পাওয়া গেছে। লিফটের নিচে পড়ে আছে। সংবাদ পেয়ে ছুটে আসে পুলিশ। এ রিপোর্ট লেখা পযর্ন্ত লাশ উদ্ধার সম্ভব হয়নি। উপ পুলিশ কমিশনার মোক্তার হোসেন জানান, লাশ উদ্ধারের পর ময়না তদন্ত হবে। তারপর মুল রহস্য জানা যাবে।
Leave a Reply