‘ভোট আমি দেমুই’ লাঠি ভর দিয়ে ধীরে এগিয়ে যাচ্ছেন তোফায়েল আহমেদ। নিজেই জানালেন তার বয়স বিরাশি। ভোটার নম্বর ১৬১২। ৬২৩ নম্বর কেন্দ্রের ভোটার তিনি। হাঁটতে কষ্ট হচ্ছিল। একসময় টিকাটুলির কামরুননেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিঁড়িতে বসে পড়েন। কে এম দাস লেন এলাকার বস্তির বাসিন্দা তোফায়েল আহমেদ। প্রতিবেদক হাত এগিয়ে দিলে ওঠে দাঁড়ান, বলেন, ‘বাবা, ভোট আমার নাগরিক অধিকার।
এইডা আমি দেমুই। আমার ভোট আমি কাউরে দিতে দিমু না।’ সঙ্গে কেউ আসেনি জানতে চাইলে বলেন, সঙ্গে বিবি আসছে। আরেক রুমে ভোট দিতে গেছে। কষ্ট হচ্ছে না? তাতে কি? এই কষ্ট তো করতে অইবই। ভোট আইজ থাইক্যা দেই না। ’৫৪’র নির্বাচন থেইক্যা ভোট দিতাছি। একটা ইলেকশনও বাদ দেই নাই।
Leave a Reply