মাদকাসক্ত স্বামীকে পুলিশে দিলো স্ত্রী | সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাদকাসক্ত স্বামীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্ত্রী। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই স্বামীকে ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই স্বামী হলেন আব্দুল মালেক (৬০)। তার বাড়ি পৌরশহরের কলেজ পাড়ায়। তিনি মৃত আব্দুর রহমানের ছেলে।
থানার সহকারী পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, আব্দুল মালেক মদ পান করে প্রতিদিন খারাপ আচরণসহ স্ত্রী-সন্তানকে মারধর করতেন। বৃহস্পতিবার সকালে স্ত্রী পারভীন বেগম তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ প্রথমে তাকে আটক করে। পরে মেডিকেল প্রতিবেদনসহ ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা বলেন, মাদক সেবনের কথা স্বীকার করায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে।
Leave a Reply