লাখো রিক্সাচালক তীব্র সমস্যায়, অনেকেই আছেন না খেয়ে, সাহায্য না পাওয়ার অভিযোগ’ ঢাকাকে বলা হয়ে থাকে পৃথিবীর রিক্সার রাজধানী। কিন্তু মার্চের ২৬ তারিখ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের জন্য ঢাকার রাস্তা এখন ফাঁকা।
প্রখর রোদের নীচে বসে রিক্সাচালক শহীদুল আলম গভীর দুশ্চিন্তায়। তিনি বলছিলেন, ‘আমাদেরতো অন্য কোন আয় নেই। খুব কষ্টের মধ্যে আছি। রিক্সার ভাড়াটাও দিতে পারছি না। বাসায় খাওয়া নেই। দুপুর ২টার পর সব বন্ধ হয়ে যায়। বাসা থেকে বেরও হতে পারিনা।’
লকডাউনের কারণে নিম্ন আয়ের মানুষেরাই বেশি ঝামেলায় পড়েছেন।
লাখ লাখ রিক্সাচালক পড়েছেন তীব্র সমস্যায়। হাজার হাজার রিক্সার গ্যারেজ বন্ধ হয়ে গেছে। অনেকেই না খেয়ে আছেন।
রিক্সামালিক আনোয়ার হোসেন বলছিলেন, ‘আমাদের রিক্সা ব্যবসার খুব ক্ষতি হচ্ছে। আমরা মালিকরাও কষ্টে আছি। অনেক রিক্সাচালক না খেয়ে আছে, যেহেতু যাত্রী পাওয়া যাচ্ছে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনমজুরদের জন্য নগদ সাহায্যের ঘোষণা করেছেন। কিন্তু অনেকেই তা পাচ্ছে না। সাম্প্রতিক সময়ে হাজার হাজার সুবিধাবঞ্চিতরা ত্রাণের জন্য রাস্তায় নেমে এসেছেন।
রিক্সাচালক মকবুল হোসেন যেমন বলছিলেন, ‘আমি কারো কাছ থেকেই কোন সাহায্য পাই নি। সরকার থেকেও না।’
এমন অবস্থায় অনেকেই এখন পরের বেলা কি খাবেন, তাই নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত।
আল জাজিরা অবলম্বনে।
Leave a Reply