২৭ জুন ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘কল্কি’কোলাজ
গত ২৭ জুন মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে নাগ আশ্বিনের ডিস্টোপিয়ান সাই-ফাই ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’।
যে রেকর্ড গড়তে চলেছে ‘কল্কি’
মুক্তির ১৫তম দিনে এসে নতুন মাইলফলক ছুঁয়েছে ছবি। প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ও কমল হাসান অভিনীত এই ছবি মুক্তির ১৫ দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে এক হাজার কোটি রুপি আয়ের মাইলফলক গড়েছে। খবর হিন্দুস্তান টাইমসের

‘কল্কি ২৮৯৮ এডি’র টিম জানিয়েছে যে ছবিটির বৈশ্বিক বক্স অফিসে এক হাজার কোটি টাকা ব্যবসার কথা নিশ্চিত করেছে।

২৭ জুন ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘কল্কি’
২৭ জুন ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘কল্কি’প্রযোজনা সংস্থা
বাণিজ্য বিশ্লেষক রমেশ বালাও এক্সে এ খবর নিশ্চিত করেছেন।

‘কল্কি’ তেলেগু, তামিল, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে। ছবিতে প্রভাসকে ভৈরব নামের একটি চরিত্রে অভিনয় করতে দেখা যায়, দীপিকাকে ‘এসইউ-এম৮০’ ওরফে সুমতি নামের এক অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে। অমিতাভ অশ্বত্থামার চরিত্রে ও কমল হাসানকে দেখা গেছে সুপ্রিম ইয়াসকিনের চরিত্রে। ছবিটিতে আছেন বাঙালি অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। এ ছাড়াও ম্রুণাল ঠাকুর, দুলকার সালমানসহ অনেক তারকাই এ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *