সারা দেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে এক হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ইনামুল হক সাগর জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত এক হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৫৬৬ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার ১ হাজার ৯৯ জন। উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি ছোরা এবং একটি রামদা।

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার অভিযানকে বোঝানো হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়।

যারা গ্রেপ্তার হলেন

‘অপারেশন ডেভিল হান্টে’ গত ৩৬ ঘণ্টায় আওয়ামী লীগ, তার অঙ্গ ও সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের ৬৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। আমাদের স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

ময়মনসিংহ: ময়মনসিংহে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ টি এম মনিরুল হাসান টিটুও রয়েছেন।

ভেদরগঞ্জ (শরীয়তপুর): ভেদরগঞ্জের সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মৃদুল মোল্লা ও সখিপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি ও চরকুমারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমিন মোল্লাকে গতকাল গ্রেপ্তার করা হয়।

দোহার, নবাবগঞ্জ (ঢাকা): দোহার ও নবাবগঞ্জে অভিযানে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন মো. মোস্তফা ডাক্তার, মোস্তাফিজুর রহমান অনল, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আমজাদ, মানিক শিকদার, নবাবগঞ্জের আল আমীন হোসেন, মো. জামাল, আতিকুর রহমান লিংকন, মো. ফয়সাল, মো. ইয়াসিন ও মো. সাগর।

রাজশাহী: রাজশাহী মহানগরে আট জনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন তাঁতী লীগের সাবেক সভাপতি আনোয়ার খান, আলমগীর হোসেন, নিজাম আলী রুপম, জাকারিয়া রিয়াল, শওকত হোসেন রবু, হালিম শেখ, শরিফুল ইসলাম ও রাজু শেখ।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ): উল্লাপাড়ায় গতকাল স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম রেজা বাবু ও তাহমিদুল হক দুলালকে গ্রেপ্তার করা হয়।

গৌরীপুর (ময়মনসিংহ): গৌরীপুরে গত চার দিনে তিন আওয়ামী লীগ, এক যুবলীগ ও দুই ছাত্রলীগ মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ, আশরাফুল ইসলাম হৃদয়, সোহেল মিয়া, দেওয়ান খসরুজ্জামান বাবুল, ফয়সাল আহমেদ, জয়নাল আবেদীন।

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান): গতকাল সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চোচু মং মার্মাকে গ্রেপ্তার করা হয়।

ধামরাই (ঢাকা): ধামরাইয়ে বুধবার সাত জনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন ধামরাই সদর ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আ. সবুর, মো. রবিউল করিম, আব্দুল বারেক চৌধুরী, মো. ওয়াসিম ইকবাল, মো. জাহাঙ্গীর আলম, মো. মনির হোসেন, আ. রাজ্জাক। আগের দিন যুবলীগ নেতা কামরুল ও ছাত্রলীগ নেতা হিমেল গ্রেপ্তার হন।

বাগেরহাট: বাগেরহাটে মোংলায় তিন জন, সদর উপজেলায় এক জন, মোল্লাহাটে দুই জন ও মোরেলগঞ্জে তিন জনকে আটক করা হয়।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) আড়াইহাজারে ছাত্রলীগ নেতা রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ঝাউগড়ায় অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউটের ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *