ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। সেই চিরপ্রতিদ্বন্দ্বিতা এবার ছড়িয়ে পড়েছে ক্রিকেট মাঠেও। ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল দুই দলের নারী ক্রিকেট দল। বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনাকে ২৫ রানে হারিয়ে শুভ সূচনা করেছে ব্রাজিল।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ব্রাজিল নারী দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে মাত্র ৬৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক কারোলিনা নাসিমেন্তো। জবাবে ব্যাট করতে নেমে ১৫.১ ওভারেই মাত্র ৪৪ রানে গুটিয়ে যায় স্বাগতিক আর্জেন্টিনা।
শুরুটা অবশ্য ভালোই করেছিল আর্জেন্টাইনরা। দুই ওপেনার আলবের্তিনা গালান (৯) ও মালেনা লোয়ো (১০) দলকে এনে দেন ২২ রানের উদ্বোধনী জুটি। কিন্তু এরপরই ব্রাজিলীয় বোলারদের দাপটে একের পর এক উইকেট হারায় তারা। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নিকোল মন্তেইরো। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫টি উইকেট নিয়ে তিনি হয়ে যান ম্যাচসেরা।
আর্জেন্টিনার পক্ষে গালান ও লোয়োই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। এই জয়ে ডাবল লিগ পদ্ধতির টুর্নামেন্টে ব্রাজিল ভালো অবস্থানে রয়েছে। কানাডা, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও ব্রাজিলকে নিয়ে আয়োজিত এই অঞ্চলের বাছাইপর্ব থেকে শীর্ষ দলটি যাবে গ্লোবাল রাউন্ডে।
আগামী ১৭ মার্চ আবারও মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা নারী দল। তার আগে এই জয় আত্মবিশ্বাস দেবে ব্রাজিল দলকে।